মাউসের কিছু অজানা ব্যবহার ।


অধিকাংশ কম্পিউটার ব্যবহারকারীই কম্পিউটার মাউসের সম্পূর্ণ ব্যবহার না জানার ফলে এর থেকে পরিপূর্ন সুবিধা আদায় করতে পারেন না। মাউসের ব্যবহার যথাযথভাবে করতে পারলে যেমন আপনার বিভিন্ন কাজ সহজ হয়ে যাবে তেমনি আপনার কাজের গতিও বৃদ্ধি পাবে। নিচে কম্পিউটার ব্যবহার কারীদের মাউস ব্যাবহারের কিছু টিপস দেওয়া হলো।
# শিফট বাটন ও মাউস ক্লিক
অধিকাংশ ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম বা টেক্সট এডিটর এ শিফট কী ও মাউস ক্লিকের মাধ্যমে সম্পূর্ণ বা আংশিক লেখা হাইলাইট বা সিলেক্ট করা যায়। যেমন: লেখার সময় কর্সরকে যে কোনো একটি প্যারাগ্রাফের শুরুতে রাখুন এরপর শিফট-কী চেপে ধরে উক্ত প্যারাটির শেষে ক্লিক করুন ব্যাস পুরো প্যারাটিই সিলেক্টেড হয়ে যাবে।
এক্সট্রা টিপস: একই কলামে অবস্থিত টেক্সট সিলেক্ট করার জন্য Alt কী চেপে ধরে ড্রাগিং করে আপনার কাংক্ষিত অংশটি সিলেক্ট করে নিতে পারেন।
# Scroll wheel এর সম্পূর্ণ সুবিধা ব্যবহার
বর্তমানে অধিকাংশ মাউসেই স্ক্রোল হুইল আছে। এর মাধ্যমে যে কোনো পেজ এর ওপর নিচে যাওয়া যায়। কিন্তু ছাড়াও আরও কিছু কাজে এই হুইলটি ব্যবহার করা যায়। এখানে তেমন কিছু ব্যবহার তুলে ধরা হলো:
1. মাউস হুইলটি শুধু একটি হুইলই নয় এটি একটি বাটন হিসেবেও কাজ করে। মাউস হুইলটিকে অনেকটা মাউসের তৃতীয় বাটন হিসেবে ব্যবহার করা যায়। মাউস হুইলের মাধ্যমে যে কোনো লিংকের ওপর ক্লিক করলে তা
নতুন একটি ট্যাবে ওপেন হয়। আবার যে কোনো ট্যাবের ওপর মাউস হুইল দিয়ে ক্লিক করে ট্যাবটিকে বন্ধও করা যায়।
2. ইন্টারনেট ব্রাউজিং এর সময় শিফট কী চেপে ধরে নিচে বা ওপরে স্ক্রল করলে অতি তাড়াতাড়ি পেজটির ওপরে বা নিচে যাওয়া যায়।
3. Ctrl কী চেপে ধরে ওপরে বা নিচে স্ক্রল করে ওয়েবপেজ/ওয়ার্ড পেইজকে জুম করে দেখা যায় আবার ছোটও করা যায়।
ডাবল ক্লিক ও ট্রিপল ক্লিকের মাধ্যমে সিলেক্ট করা
যে কোনো শব্দের ওপর ডাবল ক্লিক করে শব্দটিকে সিলেক্ট করা যায়। একটি সম্পূর্ণ অনুচ্ছেদ সিলেক্ট করার জন্য যে কোনো অনুচ্ছেদ বা প্যারাগ্রাফের যে কোনো অংশে ট্রিপল ক্লিক বা একসাথে তিনবার ক্লিক করুন।
রাইট ক্লিকের ব্যবহার
যে কোনো ফাইল বা সিলেক্ট করা টেক্স এর ওপর রাইট ক্লিক করে এর মাধ্যমে ফাইলটির প্রোপার্টিস দেখা, কপি, পেস্ট করা সহ আরও অনেক কিছু করা যায়। এছাড়াও কোনো ফাইল বা টেক্সট এর ওপর রাইট ক্লিক করে তা কোথাও ড্রাগ করে ছেড়ে দিলে ফাইলটিকে কপি/মুভ করার অপশন পাওয়া যাবে।
# Ctrl কী ও মাউস ক্লিক
কন্ট্রোল কী চেপে ধরে বিভিন্ন ফাইলের ওপর ক্লিক করে ফাইলগুলোকে একসাথে সিলেক্ট করে নেওয়া যায়। ইন্টারনেট ব্রাউজিং এর সময় Ctrl চেপে ধরে যে কোনো লিংকের ওপর রাইট ক্লিক করলে লিংকটি নতুন একটি ট্যাবে ওপেন হবে।
মাউসের সাইড বাটনের ব্যবহার
বর্তমানে নতুন মডেলের মাউসগুলোতে মাইসের দুই সাইডে এক্সট্রা দুইটি বাটন থাকে। এই বাটনদুটিকে নিজের ইচ্ছা মতো প্রোগ্রামিং করে সুবিধাজনক কাজে ব্যবহার করা যায়। সাধারনত ডিফল্ট ভাবে লেফট থাম্ব বাটন দিয়ে ব্রাউজিং এর সময় পেছনের পেজে যাওয়া যায়। এতে করে ইন্টারনেট ব্রাউজিং আরও আনন্দের হয়ে ওঠে।
উইন্ডোজ এর Snap To সুবিধার ব্যবহার
উইন্ডোজের স্ন্যাপ টু ফিচারটির মাধ্যমে মাউস কার্সর অটোমেটিকভাবেই কোনো ডায়লগ বক্সের বাটনে চলে যায়। যেমন কোনো ফাইল ডিলিট করার সময় উইন্ডোজ আপনাকে সতর্কতামূলক বার্তা দেখানোর জন্য একটি ডায়লগ বক্স প্রদর্শন করবে। এক্ষেত্রে স্ন্যাপ টু সুবিধাটি চালু করা থাকলে মাউস কার্সরটি আপনা আপনি Ok বাটনে চলে যাবে ফলে আপনাকে শুধু ক্লিক করলেই হবে। এই সুবিধাটি চালু করতে কন্ট্রোল প্যানেল এ অবস্থিত মাউস প্রোপার্টিস থেকে Snap To অপশনটি চালু করে দিন।
ওপেন করা উইন্ডো ম্যানেজ করা
যে কোনো ওপেন করা উইন্ডো এর টাইটেল বারে ডাবল ক্লিক করে উইন্ডোটিকে ম্যাক্সিমাইজ অথবা রিসাইজ করা যাবে। এছাড়াও ওপেনকৃত উইন্ডোর সবার ওপরে বাম দিকে অবস্থিত লোগোটিতে ডাবল ক্লিক করলে উইন্ডোটি বন্ধ হয়ে যাবে।

দেখে নিন অ্যান্ড্রয়েড এর কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট কোড !!!


আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আমরা জানি বর্তমান সময়ে এন্ড্রয়েড খুব জনপ্রিয় এবং সবারই এ নিয়ে অনেক কৌতুহল। তাই আমি আপনাদের সাথে এন্ড্রয়েডের কিছু গোপনীয় কোডগুলোর সাথে পরিচয় করিয়ে দিব। তাহলে শুরু করি। :) 

*#06# –  IMEI নাম্বার প্রদর্শন করবে।

*2767*3855# – ফ্যাক্টরি রিসেট কোড( ফনের সব ডাটা ডিলিট হয়ে যাবে )

*#*#4636#*#* - ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য।

*#*#273282*255*663282*#*#* - সকল মিডিয়া ফাইল ব্যাক আপ করার কোড।

*#*#197328640#*#* – সার্ভিস  টেস্ট মোড কোড।

*#*#1111#*#* –  FTA সফটওয়্যার ভার্সন ।

*#*#1234#*#* –  PDA এবং firmware ভার্সন।

*#*#232339#*#* – Wireless LAN টেস্ট কোড।

*#*#0842#*#* – ব্যাক লাইট ও ভাইব্রেসন টেস্ট কোড।

*#12580*369# - সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফর্মেশন।

*#*#2664#*#* – টাচ স্ক্রীন টেস্ট কোড।

*#9900# – সিস্টেম ডাম্প মোড।

*#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন।

*#*#34971539#*#* –  ক্যামেরা ইনফর্মেশন।

*#872564# – ইউএসবি লগিন কন্ট্রোল।

*#301279# – HSDPA/HSUPA  কন্ট্রোল মেনু।

*#7465625# – ফোন লক স্ট্যাটাস।

*#*#7780#*#*   –  ফ্যাক্টরি রি-স্টোর সেটিং। গুগল অ্যাকাউন্ট সহ সকল সিস্টেম ডাটা মুছে যাবে।

*2767*3855#   –  ফ্যাক্টরি ফরম্যাট সেটিং। সকল ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে।

*#*#4636#*#*   – ফোন এবং ব্যাটারি ইনফর্মেশন।

*#*#273283*255*663282*#*#* -  ফাইল কপি স্ক্রীন। সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে।

*#*#197328640#*#*    - সার্ভিস মোড কোড। বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য।

*#*#7594#*#*   –  এই কোড আপনার ইন্ড কল/ পাওয়ার বাটন কে ডাইরেক্ট পাওয়ার অফ বাটন এ পরিনত করবে।

*#*#8255#*#*  -  G Talk সার্ভিস মনিটর কোড।

*#*#34971539#*#*    -  ক্যামেরা ইনফর্মেশন। ক্যামেরা ফার্মওয়্যার আপডেট অপশন টি ব্যবহার করবেন না। এতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে।

W-LAN, GPS and Bluetooth Test Codes:
*#*#232339#*#* OR *#*#526#*#* OR *#*#528#*#*   –  W-LAN টেস্ট কোড। টেস্ট শুরু করার জন্য মেনু বাটন ব্যবহার করুন।

*#*#232338#*#*    -  ওয়াইফাই ম্যাক এড্রেস।

*#*#1472365#*#*    -  জিপিএস টেস্ট।

*#*#1575#*#*    -  আরেকটি জিপিএস টেস্ট কোড।

*#*#232331#*#*   –  Bluetooth টেস্ট কোড।

*#*#232337#*#    -  Bluetooth ডিভাইস ইনফর্মেশতেস

*#*#0588#*#*    - প্রক্সিমিটি সেন্সর টেস্ট।

*#*#0*#*#*    -  এলসিডি টেস্ট।

*#*#2664#*#*   –  টাচ স্ক্রীন টেস্ট।

*#*#2663#*#*    -  টাচ স্ক্রীন ভার্সন।

*#*#0283#*#*   –  প্যাকেট লুপ ব্যাক।

*#*#0673#*#* OR *#*#0289#*#*    -  মেলোডি টেস্ট।

*#*#3264#*#*    -  র‍্যাম ভার্সন টেস্ট।

একটা কথা দয়া করে কোন কিছু না বুঝে করবেননা। যেকোনো কাজ করার পূর্বে ভালোকরে কাজটি বুঝে নিন। 

আমার জন্য দোয়া করবেন এবং নিশ্চই কমেন্ট করে উৎসাহিত করতে ভুলবেননা !!!! 

MS Office 2007 ফুল কোর্স বাংলা ভিডিও টিউটোরিয়াল [পর্ব-১১] :: ইনসার্ট মেনু সম্পর্কে বিস্তারিত-৪র্থ খণ্ড

আসসালামু আলাইকুম
আল্লাহ্‌ পাকের মেহেরবানীতে আশা করি ভালো আছেন।
৪র্থ খণ্ডের আজকের এই পর্বে ইনসার্ট মেনুর বুকমার্ক, ওয়ার্ড-আর্ট, ইনসার্ট টেক্সট বক্স হিডার এন্ড ফুটার ইত্যাদি অপশন গুলোর কাজ দেখানো হয়েছে।
ভিডিও টিউটোরিয়াল তাই এর বেশি কিছু বলছিনা । বিস্তারিত দেখার জন্য এবং শেখার জন্য ভিডিও টি দেখলেয় চলবে :)
এই পর্বটি আপনার প্রয়োজন মনে হলে নিচের লিঙ্ক গুলোর যেকোন একটিতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। সকলের জন্য শুভ কামনা সবসময় !

আজকের টিউটোরিয়াল পর্ব -১১

আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন অথবা ফটোশপ বা ইলুসট্রেটর এ দক্ষ হন তাহলে আপনি আপনার ডিজাইন করা ফটো গুলো আমদের সাথে শেয়ার করতে পারেন ।
সকলের মাঝে নিজেকে পরিচিত করে তুলুন এবং মনে রাখবেন যতই দেখবেন ততোই শিখবেন।

MS Office 2007 ফুল কোর্স বাংলা ভিডিও টিউটোরিয়াল [পর্ব-১০] :: ইনসার্ট মেনু সম্পর্কে বিস্তারিত-৩য় খণ্ড

আসসালামু আলাইকুম
আল্লাহ্‌ পাকের মেহেরবানীতে আশা করি ভালো আছেন। আমি বেশ কিছু সমস্যার সম্মুখীন তাই আমার টিউটোরিয়াল গুলো শেয়ার করতে দেরি হচ্ছে আর এই জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। তবে আশা করি এরি মধ্যে আমরা অফিস ওয়ার্ড এর অনেক কিছু শিখে ফেলেছি। আমি আমার বাকি টিউটোরিয়াল গুলো যত তারাতারি সম্ভব শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ্‌।
৩ য় খণ্ডের আজকের এই পর্বে ইনসার্ট মেনুর চার্ট এবং হাইপারলিঙ্ক নিয়ে কি ভাবে কাজ করতে হবে তা দেখানো হয়েছে।
এই পর্বটি আপনার প্রয়োজন মনে হলে নিচের লিঙ্ক গুলোর যেকোন একটিতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। সকলের জন্য শুভ কামনা সবসময় !

আজকের টিউটোরিয়াল পর্ব -১০

    
আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন অথবা ফটোশপ বা ইলুসট্রেটর এ দক্ষ হন তাহলে আপনি আপনার ডিজাইন করা ফটো গুলো আমদের সাথে শেয়ার করতে পারেন ।
সকলের মাঝে নিজেকে পরিচিত করে তুলুন এবং মনে রাখবেন যতই দেখবেন ততোই শিখবেন।

MS Office 2007 ফুল কোর্স বাংলা ভিডিও টিউটোরিয়াল [পর্ব-০৯] :: ইনসার্ট মেনু সম্পর্কে বিস্তারিত-২য় খণ্ড

আসসালামু আলাইকুম
আজকের এই পর্বে ইনসার্ট মেনুর আরো কিছু কাজ দেখানো হয়েছে। ইনসার্ট মেনুর বেশ কিছু কাজ আছে যা একটি টিউটোরিয়াল এর মাধ্যমে বোঝান সম্ভব না তাই ইনসার্ট মেনুর কাজ গুলো বিভিন্ন খণ্ডে বিভক্ত করে পরিষ্কার ভাবে বোঝানর চেষ্টা করা হয়েছে।
২য় খণ্ডের আজকের এই পর্বে ইনসার্ট মেনুর এমন কিছু কাজ দেখানো হয়েছে যার মাধ্যমে আপনি অফিস ওয়ার্ড এ ফটোশপ এর মত করে কোন পিকচারকে এডিট করতে পারবেন। আর তার সাথে অন্যান্য বেসিকতো থাকছেয়।
এই পর্বটি আপনার প্রয়োজন মনে হলে নিচের লিঙ্ক গুলোর যেকোন একটিতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। সকলের জন্য শুভ কামনা সবসময় !
আজকের টিউটোরিয়াল পর্ব -০৯

  
আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন অথবা ফটোশপ বা ইলুসট্রেটর এ দক্ষ হন তাহলে আপনি আপনার ডিজাইন করা ফটো গুলো আমদের সাথে শেয়ার করতে পারেন ।
সকলের মাঝে নিজেকে পরিচিত করে তুলুন এবং মনে রাখবেন যতই দেখবেন ততোই শিখবেন।