MS Office 2007 ফুল কোর্স বাংলা ভিডিও টিউটোরিয়াল [পর্ব-১১] :: ইনসার্ট মেনু সম্পর্কে বিস্তারিত-৪র্থ খণ্ড

আসসালামু আলাইকুম
আল্লাহ্‌ পাকের মেহেরবানীতে আশা করি ভালো আছেন।
৪র্থ খণ্ডের আজকের এই পর্বে ইনসার্ট মেনুর বুকমার্ক, ওয়ার্ড-আর্ট, ইনসার্ট টেক্সট বক্স হিডার এন্ড ফুটার ইত্যাদি অপশন গুলোর কাজ দেখানো হয়েছে।
ভিডিও টিউটোরিয়াল তাই এর বেশি কিছু বলছিনা । বিস্তারিত দেখার জন্য এবং শেখার জন্য ভিডিও টি দেখলেয় চলবে :)
এই পর্বটি আপনার প্রয়োজন মনে হলে নিচের লিঙ্ক গুলোর যেকোন একটিতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। সকলের জন্য শুভ কামনা সবসময় !

আজকের টিউটোরিয়াল পর্ব -১১

আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন অথবা ফটোশপ বা ইলুসট্রেটর এ দক্ষ হন তাহলে আপনি আপনার ডিজাইন করা ফটো গুলো আমদের সাথে শেয়ার করতে পারেন ।
সকলের মাঝে নিজেকে পরিচিত করে তুলুন এবং মনে রাখবেন যতই দেখবেন ততোই শিখবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন