আসসালামুয়ালাইকুম। কেমন আছেন । আশা করি ভালই আসেন। আজ আমি যে বিষয়টা আপনাদের জানাব টা হোল কম্পিউটার এর মনিটর এ সব সময়ই আমরা দেখি Recycle Bin নামের একটা ফোল্ডার। আমরা যা কিছু রিমুভ করি সেই সব কিছু এই ফোলদার এ এসে জমা হতে থাকে। কিন্তু মজার বিষয় হলো আমরা আই Recycle Bin নামের ফোল্ডার টিকে আলাদা নামে সেভ করতে পারি না। আজ আমি আপনাদের বলব কিভাবে Recycle Bin নাম টা পরিবর্তন করা যায়। এটা windows এর registry edit অপশন এর কাজ। তাই বাকি টুকু ইংলিশ এ লিখলাম।
1) Go to 'Start' menu and click on 'Run' command.
2) Write down 'regedit' there. You will see Registery Editor Window on your Screen.
3) Now, On the Left Hand Side of the Window you will see a Tree of folders Just double click on the HKEY_CURRENT_USER folder.
4) Now, in the new folder Tree double click on the 'Software' folder.
5) Then double click on 'Microsoft' folder>'Windows' folder>'Current Version' folder>'Explorer' folder>'CLSID' folder.
6)Now, You will see a Tree of folder. Click on the folder : '{645FF040-5081-101B-9F08-00AA002F954E}'.
7) Finally, after Clicking on '{645FF040-5081-101B-9F08-00AA002F954E}' folder. Go to the Right Hand Side of the Same window and double click on the "Default" option and write in the name which you want to display instead of Recycle.
এখন কম্পিউটার টি রিফ্রেশ করে দেখেন কি মজা।
ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেননা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন