আসসালামুয়ালাইকুম।
তো আর কথা না বারিয়ে চলে যাই কাজের কথায়। আজ আমি আপনাদের সাথে উইন্ডোজ 8 কে জেনুইন করার অর্থাৎ একটিভ করার একটি ছোট টুল শেয়ার করব। যারা উইন্ডোজ 8 ব্যাবহার করছেন কিন্তু আপনার উইন্ডোজ টি জেনুইন না তারা আমার শেয়ার করা এই টুল টি ডাউনলোড করে খুব সহজেই পারবেন আপনার উইন্ডোজ টি জেনুইন/একটিভ করে নিতে। কিভাবে একটিভ করবেন তা নিচে দিলামঃ
১। টুল টা এখান থেকে ডাউনলোড করুন,
২।এবার Run as administrator এ ক্লিক করুন,
৩।এখন কিছুক্ষন অপেক্ষা করুন আপনার পিসি রিস্টার্ট নেওয়া পর্যন্ত,
৪।রিস্টার্ট নেওয়ার পর আপনার উইন্ডোজ টি জেনুইন মানে একটিভ হয়ে গেছে,
৫।এবারে আপনার উইন্ডোজ ডিটেইলস চেক করুন আর এঞ্জয় করুন।
ধন্যবাদ সবাইকে আর ভাল লাগলে কমেন্ট করবেন।