MS Office 2007 ফুল কোর্স বাংলা ভিডিও টিউটোরিয়াল [পর্ব-০৩] :: সেভ, সেভ এস এবং ডকুমেন্ট ক্লোজ সম্পর্কে বিস্তারিত।

আসসালামু আলাইকুম।
আল্লাহ্‌ পাকের মেহেরবানীতে হাজীর হলাম পার্ট-০৩ এর ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আশা করছি সবাই ( যারা আমার সাথে আছেন ) তারা  খুব ভালোভাবেই ভিডিও গুলো বুঝছেন। তবে যেমন উপস্থিতি আশা করে ছিলাম এবং যেমন কমেন্ট আশা করে ছিলাম তার কোনটাই পাচ্ছিনা। হতে পারে আই বিষয়ে অনেকেই অনেক দক্ষ। তবে কিছু সংখ্যার হলেও একেবারে নতুনদের কথা চিন্তা করে যতটুকু সম্ভব কষ্ট করে যাবো ইনশাআল্লাহ্‌ ।
১ম পর্ব - মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭


Password= shojib


 কেমন লাগছে অথবা কোন প্রস্ন থাকলে নিশ্চয় কমেন্ট করে জানাবেন এইখানে অথবা  ফেসবুকে
আশা করি সকলের স্বার্থে এই ফুল কোর্স টি নির্বাচিত টিউন এ মনোনয়ন করবেন বা মনোনয়ন করতে সাহায্য করবেন।

MS Office 2007 ফুল কোর্স বাংলা ভিডিও টিউটোরিয়াল [পর্ব-০২] :: ওপেন নিউ ডকুমেন্ট এবং ডকুমেন্ট সেভ।

আসসালামু আলাইকুম ।
সবার দোয়া নিয়ে আজ আবার হাজির হলাম অফিস ২০০৭,  ১ম পর্বের পার্ট -০২ এর ভিডিও টিউটোরিয়াল নিয়ে। যেহেতু এটি ফুল কোর্স তাই একেবারে ক খ থেকে শুরু করেছি ভিডিও পার্ট গুলো আর তাই হয়তোবা অনেকেয় গুরুত্ব কম দিচ্ছেন । কিন্তু আসলে শেখার কোন শেষ নেই। প্রতি পর্বে হয়তোবা এমন কিছু শেখানো হয়েছে যা আপনি হয়তো আগে জানতেন না। আর তাই আশা করি কোন পর্বের টিউটোরিয়ালকেই অবহেলা করবেন না।
আর বেশি কথা বলতে চাচ্ছিনা। এখানে বেশিরভাগ আমার বড় ভাইজানরা আছেন। তাদের নিকট আমার ছোট বড় ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইছি। আশা করি আমার সকল ভুলগুলো ক্ষমা করবেন এবং আমাকে সর্বদা সাহায্য করবেন। নিয়মিত ভাবে সবার জন্য দোয়া এবং শুভ কামনা রইল।
১ম পর্ব - মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭


Password= shojib

কেমন লাগছে অথবা কোন প্রস্ন থাকলে নিশ্চয় কমেন্ট করে জানাবেন এইখানে অথবা  ফেসবুকে
আশা করি সকলের ভালোর জন্য  এই ফুল কোর্স টি নির্বাচিত টিউন এ মনোনয়ন করবেন বা মনোনয়ন করতে সাহায্য করবেন।

MS Office 2007 ফুল কোর্স বাংলা ভিডিও টিউটোরিয়াল [পর্ব-০১] :: অফিস ওয়ার্ড ২০০৭ পরিচিতি।

আসসালামু আলাইকুম।
সবাইকে ঈদ এর শুভেচ্ছা।
ঈদ এর আমেজ এখনো শেষ হয়নি। হয়তোবা অনেকেই ঈদ এর আনন্দ নিয়ে এখনো খুব ব্যস্ত আছেন। কিন্তু আমাদের অনেকটা পথ হাটতে হবে তাই সকলের দোয়া নিয়ে এবং ভালোবাসা কামনা করে শুরু করে দিলাম Microsoft Office 2007 ফুল  কোর্স বাংলা ভিডিও টিউটোরিয়াল এর ১ম পর্ব। আমি আশা করছি  আপনারা আমার সাথে থাকবেন আর একে একে সবগুলো ভিডিও টিউটোরিয়াল সংগ্রহ করবেন এবং আপনাদের অভিজ্ঞতার প্রান কে আরো শক্তিশালি করে তুলবেন। আমি সকলের উদ্দেশে সাধ্য মত পরিশ্রম করার চেষ্টা করেছি এবং করতে থাকব ইনশাআল্লাহ্‌। তবে আমার এই পরিশ্রম সফল হবে তখন, যখন আপনারা এর দ্বারা ভালো ভাবে উপকৃত হতে পারবেন। 
এটি সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল তাই বেশি কথা না বলাটাই ভালো হবে বলে মনে করছি। তবে কাজের কথা গুলো না বললে চলবেনা।
আমি টিউটোরিয়াল গুলোতে খুব সুন্দর ভাবে বোঝানর চেষ্টা করেছি তাই আশা করছি সকলের বুঝতে কোন অসুবিধা হবেনা। তবে কোন অসুবিধা হলে নিশ্চয় আমাকে জানাবেন, আমি আমার সাধ্য মত বোঝানোর চেষ্টা করব। টিউটোরিয়াল সম্পর্কে আমাকে যে কোন প্রশ্ন করতে পারেন প্রতি পর্বের টিউনে অথবা আমার ফেসবুক অ্যাকাউন্টে । এছাড়াও টিউটোরিয়াল সম্পর্কে আমাকে বিভিন্ন ধরনের সাজেশন  দিতে পারেন যাতে করে আমাদের এই পথ চলাকে আরো সুন্দর এবং সহজ করে তোলা সম্ভব হয়। আমার থেকেও বড় এবং  Microsoft Officeঅ্যাপ্লিকেশন এ অনেক বেশি অবিজ্ঞরা এখানে অনেকেই আছেন বা থাকতে পারেন। তাই আশা করছি আপনারা আমার যেকোনো ধরনের ভুল ধরিয়ে দিবেন যাতে করে আমিও কিছু শিখতে পারি আর নিশ্চয় শেখার কোন শেষ নেই।
প্রতিটা ফাইল এর সাইজ ছোট করার চেষ্টা করেছি যাতে সবাই সহজে ডাউনলোড করতে পারেন। প্রত্যেকটি ভিডিও HD প্রিন্ট এর তাই এটা নিয়ে চিন্তার কছু নাই। এছাড়াও ডাউনলোড লিঙ্ক থাকছে  Mediafire ফলে ডাউনলোডে কারো কোন সমস্যা হবেনা আশা করছি। 
তাহলে আর দেরি না করে জলদি ডাউনলোড করে নিন আর শুরু করে দিন মাইক্রোসফট অফিস ২০০৭ ফুল কোর্স এর পথ চলা। সকলের সুন্দর সাফল্য কামনা করছি।
১ম পর্ব - মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭


Password= shojib


আপনার জিমেইল আইিড থেকে ফ্রি এসএমএস পাঠাতে পারেন যেকোন মোবাইলে । :)

 প্রথমে আপনার জিমেইলে লগইন করুন
এর পর নিচের ছবিগুলো দেখে স্টেপ বাই স্টেপ কাজ করুন।
প্রথম 
দ্বিতীয়
তৃতীয় 
কাজ শেষ এখন মজা করুন। :)

আসেন একটা নতুন কিছু শিখে যান । আগে না শিখে থাকলে নিশ্চয় চমকে যাবেন । :)

সালাম দিয়ে টিউন শুরু করছি ।
আপনি যদি এটা না জানেন, তবে 100% sure চমকাইবেন ।
কি ?? তাহলে শুরু করি...

আপনি কি জানেন আপনি মুখ দিয়ে যা বলবেন  আপনার পিসি তাই লিখবে, কোন সফটওয়্যার ছাড়াই ???

Windows 7, 8 এর জন্যঃ

প্রথমে Control Panel-এ ঢুকুন । এরপর Speech Recognition-এ ক্লিক করুন ।
এরপর Start Speech Recognition-এ ক্লিক করুন ।
এরপর এমন একটা বার আসবে...





যদি Off থাকে, On করে নিন...















এবার Microsoft Word বের করুন এবং আপনি যা বলবেন এটা তাই লিখবে (English Only)
 
 
 

Windows XP এর জন্য

Control Panel -এ ঢুকে, Region & Language-এ ক্লিক করুন ।
এরপর একটা নতুন Window আসবে । সেখান থেকে, Language Tab-এ ক্লিক করুন ।
এরপর ক্লিক করুন Details -এ ।
নিচে Language Bar - এ ক্লিক করুন । প্রথম আর দ্বিতীয়টাতে টিক দিন । OK করুন ।
এবার Advanced Tab-এ ক্লিক করে দুইটাই টিক তুলে দিন । OK করুন ।
এবার দেখুন Taskbar-এ Microphone এসেছে ।
কথা বলুন, আর মজা দেখুন ...
কেমন লাগলো একটা কমেন্ট করবেন । ধন্যবাদ ...