MS Office 2007 ফুল কোর্স বাংলা ভিডিও টিউটোরিয়াল [পর্ব-০৮] :: ইনসার্ট মেনু সম্পর্কে বিস্তারিত-১ম খণ্ড

আসসালামু আলাইকুম
আজকের এই পর্বে ইনসার্ট মেনুর কাজগুলো দেখানো হয়েছে। ইনসার্ট মেনুর বেশ কিছু কাজ আছে যা একটি টিউটোরিয়াল এর মাধ্যমে বোঝান সম্ভব না তাই ইনসার্ট মেনুর কাজ গুলো বিভিন্ন খণ্ডে বিভক্ত করে পরিষ্কার ভাবে বোঝানর চেষ্টা করা হয়েছে।
১ম খণ্ডের আজকের এই পর্বে ইনসার্ট মেনুর পেজ কভার, ব্লাঙ্ক পেজ, পেজ ব্রেক ও ইনসার্ট পিকচার ইত্যাদি কাজ গুলো দেখানো হয়েছে।
আজকের এই পর্বটি আপনার প্রয়োজন মনে হলে নিচের লিঙ্ক গুলোর যেকোন একটিতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।
আজকের টিউটোরিয়াল পার্ট-৮
Password= shojib

MS Office 2007 ফুল কোর্স বাংলা ভিডিও টিউটোরিয়াল [পর্ব-০৭] :: হোম মেনু সম্পর্কে বিস্তারিত-২য় খণ্ড

আসসালামু আলাইকুম।
সকলের শুস্ততা কামনা করে শুরু করলাম আজকের টিউটোরিয়াল
আজকের পর্বে অফিস ওয়ার্ড এর হোম মেনুর বাকি কাজ গুলো দেখান হয়েছে। যেমনঃ- ওয়ার্ড রিপ্লেস, কোন ওয়ার্ড খোঁজ করা, ওয়ার্ড বুলেট এবং নাম্বারিং ইত্যাদি। আজকের পর্বটি যারা প্রয়োজন মনে করছেন তারা  নিচের লিঙ্কগুলোর যে কোন একটিতে ক্লিক করে  ডাউনলোড করে নিতে পারেন । আর নিশ্চয় কোন সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আজকের টিউটোরিয়াল পার্ট-৭
Password= shojib 

MS Office 2007 ফুল কোর্স বাংলা ভিডিও টিউটোরিয়াল [পর্ব-০৬] :: হোম মেনু সম্পর্কে বিস্তারিত-১ম খণ্ড

আসসালামু আলাইকুম।
কে কেমন আছেন জানিনা তবে সকলেই ভালো থাকেন এটাই আশা করি। 
আজকের পর্বে অফিস ওয়ার্ড এর হোম মেনুর কাজ গুলো দেখান হয়েছে। যেমনঃ- কাট, কপি, পেস্ট, ফরম্যাট প্রিন্টার, ক্লিয়ার ফরম্যাট, ফন্ট পরিবর্তন ইত্যাদি। তাই যারা প্রয়োজন মনে করছেন তারা  নিচের লিঙ্কগুলোর যে কোন একটিতে ক্লিক করে  ডাউনলোড করে নিতে পারেন । 

আজকের টিউটোরিয়াল পার্ট-৬
2nd Download link-PutLocker 
Password= shojib




MS Office 2007 ফুল কোর্স বাংলা ভিডিও টিউটোরিয়াল [পর্ব-০৫] :: বাংলা ফন্ট ও বিস্তারিত।

আসসালামু আলাইকুম।
প্রথমেই দুঃখিত যে পার্ট-০৫ আপলোড দিতে একটু দেরি হোল। আশা করি এই পর্বের ভিডিও টি দেখে আমার প্রতি যদি কোন অভিমান জন্মে থাকে তাহলে সেটা ইনশাআল্লাহ্‌ মুছে যাবে। জানিনা আমার টিউটোরিয়াল গুলো আসলে কেমন হয় বা হচ্ছে তবে কিছু সংখ্যাক মানুষ ছাড়া তেমন একটা শারা পাচ্ছিনা। তাই বুঝতে পারছিনা এর কারন কি বুঝে নিবো তবে আমার টিউটোরিয়াল দেখে যদি একজন মাত্র বেক্তি ও উপকৃত হয় তাহলে সেটাই আমার সার্থকতা। এই কথাটি চিন্তা করে তাই এখনো এই পথ ধরেয় হেটে চলেছি। তবে ক্লান্তি আর বেস্ততার জন্য হয়তো মাঝে মাঝে একটু থামতে পারি তাই আশা করি এতে হতাশ হওয়ার কিছুই নেই।
কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম যদিও এতটা পেক পেক করা আমার নিজেরি পছন্দ না।  :-D তবে যাই বলেন ভাই কষ্টকরে টিউটোরিয়াল শেয়ার করছি কিন্তু যদি আপনারা কিছু না শিখতে পারেন তাইলে ছোট খাটো কোন পানিশমেন্ট হবেনা।  8-) আর চাকরি পেয়ে মিষ্টি না খাওয়ালে বদ-দোয়া করব। :-P
এবার জলদি ডাউনলোড করে নিন আজকের পর্ব  আর দয়াকরে আমার বাবা-মা এবং আমার জন্য দোয়া করবেন।
আজকের টিউটোরিয়াল পার্ট-৫ 
Password= shojib


আশা করি কমেন্ট করতে কোন কৃপণতা বা আলশেমি করবেননা।  আর আমাকে কোন প্রশ্ন করতে পারেন সরাসরি  ফেসবুকে


MS Office 2007 ফুল কোর্স বাংলা ভিডিও টিউটোরিয়াল [পর্ব-০৪] :: কাস্টম সর্টকাট ও অফিস ওয়ার্ড সেটিং।

আসসালামু আলাইকুম।
আল্লাহ্‌ পাকের মেহেরবানীতে হাজীর হলাম পার্ট-০৪ এর ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আশা করছি সবাই ( যারা আমার সাথে আছেন ) তারা  খুব ভালোভাবেই ভিডিও গুলো বুঝছেন।
অনেকের আবেদনের মাধ্যমে বুঝতে পারলাম যে Mediafire আর আগের মত সেবা দিচ্ছেনা বা অনেকেই এর সেবা ভালো করে ভোগ করতে পারছেনা। তাই এখন থেকেPutLocker লিঙ্ক ও দিবো ইনশাআল্লাহ্‌ । তবে আগের টিউনগুলোর লিঙ্ক আপডেট করতে একদিন সময় নিবো। আশা করি এখন থেকে আর কারো ডাউনলোড এ কোন সমস্যা হবেনা। সমস্যা হলে আবার জানাবেন।
ডাউনলোড করুন আজকের টিউটোরিয়াল পার্ট-৪

টিউটোরিয়াল গুলো কেমন লাগছে  নিশ্চয় কমেন্ট করে জানাবেন এইখানে অথবা  ফেসবুকে